spm

দৈনিকবার্তা-ঢাকা, ২ আগস্ট: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু সমাজের সকল স্তরে প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। শ্রমিকÑকল্যাণ ফান্ড থেকে প্রতিবন্ধী শ্রমিকদের সহায়তা করা হবে।প্রতিবন্ধীদের সঙ্গে ভালো ব্যবহার না করলে তাদেরকে হয়রানি ও নির্যাতন ঠেকাতে আইন হওয়া দরকার বলেও তিনি বলেন।মুজিবুল হক চুন্নু রোববার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তন কক্ষে ‘কর্মক্ষেত্রে প্রতিবন্ধী বান্ধব নীতিমালা তৈরী এবং প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি ’বিষয়ক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব তারিকÑউল Ñইসলাম,স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ব্যস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন, জিআইজেড,বাংলাদেশ এর প্রতিবন্ধীতা বিষয়ক বিশেষজ্ঞ ড.আনিসুজ্জামান,প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ এর সাধারণ সম্পাদক সাজেদা আক্তার এবং সংগঠনের সহÑসভাপতি রোকেয়া বেগম।

স্বাভাবিক মানুষের চেয়ে কোন অংশেই কর্মদক্ষতায় প্রতিবন্ধীরা পিছিয়ে নেই উল্লেখ করে মুজবুল হক চুন্নু বলেন, মানুষ কিছু করতে চাইলে, লক্ষ্য ও পরিশ্রম করার ইচ্ছা থাকলে তা সফল হয়। প্রতিবন্ধীরা কর্মক্ষেত্রে সুস্থÑস্বাভাবিক মানুষের চেয়ে অনেক এগিয়ে আছে।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিষয়ে আন্তরিক। তাই তাদের উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করা হয়েছে। তৈরী পোশাক কারখানায় শ্রমিকদের কর্মসংস্থান সহজ ও স্বাভাবিক করতে এবং বেতন বৈষম্য দূর করতে রফতানী মুখী তৈরী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমই ও বিকেএমই এর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেয়া হয়েছে।তারিকÑউলÑইসলাম বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিবন্ধীদের জরিপের কাজ সম্পন্ন এবং ডাটাবেইজের কাজ চলছে।

তিনি বলেন,প্রতিবন্ধীদের জন্য বাজেট বরাদ্দ বেড়েছে,এছাড়া ভাতা,বৃত্তি,সুবিধার পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য চলাচলবান্ধব করতে বাস ও রেলে বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে।অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন,সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদা আখতার।সেমিনারে দেশের ৮২ লাখের অধিক প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের সুযোগ হতে বঞ্চিতদের অধিকার সুরক্ষা ও সমাজে মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতি উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানানো হয়।