দৈনিকবার্তা-ঢাকা, ২ আগস্ট: সরকারী ও বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণের সুদহার ক্ষদ্র ও মাঝারী উদ্যোক্তাদের পাশাপাশি অন্যান্য শিল্প উদ্যোক্তাদের জন্য সহায়ক নয় উল্লেখ করে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ঘোষিত মুদ্রানীতি বেসরকারীখাত বান্ধব নয় বলে অভিহিত করেছে। রোববার মুদ্রানীতির বিষয়ে এক প্রতিক্রিয়ায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, যদিও বাংলাদেশ ব্যাংক বেসরকারী খাতে ১৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তথাপি অতিরিক্ত সুদহার না কমালে ব্যবসায় খরচ হ্রাস করা সম্ভব নয়। মুদ্রাস্ফীতির বিষয়টি অর্থনীতির অন্যান্য অনুষঙ্গের সাথে সম্পৃক্ত থাকলেও ঋণের সুদের উচ্চ হার, ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধি এবং প্রস্তাবিত নতুন বেতন স্কেল বাস্তবায়নের কারণে মুদ্রাস্ফীতিকে আরোও প্রভাবিত করার আশংকা রয়েছে।
এমন বাস্তবতায়-ঢাকা চেম্বার মনে করে, বিদ্যমান খেলাপি ঋণের বিষয়টি আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ব্যাংক ঋণের সুদের হার কামানো হলে দেশীয় ও বিদেশী বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে। ক্রমবর্ধমান উন্নয়ন সম্ভাবনা, দীর্ঘমেয়াদী অভিক্ষেপ ও উৎপাদনশীল খাতে অধিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়সমূহ প্রৃকত অর্থে মুদ্রানীতিতে প্রতিফলিত হয়নি।
চলতি অর্থবছরের প্রথমার্ধে ঘোষিত মুদ্রানীতি বেসরকারী খাতে ঋণ প্রবাহ এবং দেশি-বিদেশী বিনিয়োগ কে তেমন আকৃষ্ট করছে না, যেখানে দেশের বেসরকারী খাতে কমে যাওয়া বৈদেশিক বিনিয়োগ আরোও উল্লেখযোগ্য হারে বাড়ানো প্রয়োজন।