দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২ আগস্ট ২০১৫: মহাসড়কে মাহিন্দ্রা, ব্যাটারি চালিত যানবাহনসহ থ্রি হুইলার বন্ধের প্রতিবাদে রবিবার সকালে থ্রি হুইলার মালিক ও শ্রমিকরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় কাফনের কাপড় মাথায় বেধে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। গৌরনদী-পয়সারহাট ও গোপালগজ্ঞ মহাসড়কের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়।
মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে তিন ঘন্টা ব্যাপী মহাসড়কে বেরীকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় মহাসড়কের দু’পাশে বহু যানবাহন আটকা পরে। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সত্তার হাওলাদার, কাজী আল আমীন, রাজ্জাক তালুকদার, শাহ মোঃ কালাম, আলী হোসেন প্রমুখ। পরবর্তীতে পৌর মেয়র হারিছুর রহমানের ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের আশ্বাসে ঢাকা-বরিশাল মহাসড়কের অবরোধ প্রত্যাহার করলেও গৌরনদী-পয়সারহাট ও গোপালগজ্ঞ মহাসড়কের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়।