49851_118119-thereport24

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২ আগস্ট ২০১৫: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন বর্তমান সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, সবাই সেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচন বর্জন করা ভালো রাজনীতি নয়। আবার যদি বিএনপি নির্বাচন বর্জন করে, তাহলে তাদের অস্তিত্বই থাকবে না।

সৈয়দ আশরাফ শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নির্বাচন বর্জনের রাজনীতি এখন আর কার্যকর নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ইয়াহিয়া, জিয়া এবং এরশাদের সামরিক সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। আপনি যদি জেনেও যান আপনার নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই, তাহলেও আপনার নির্বাচনে অংশ নেয়া উচিত।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বর্জন করলে কোনো লাভ হবে না। আপনারা আসুন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা আশাকরি, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনই কারচুপির নির্বাচন হয় নাই। মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশরাফ বলেণ, মধ্যবর্তী নির্বাচন করার কোনো আলোচনাই আমাদের দলের মধ্যে হয় নাই। প্রধানমন্ত্রীও এই বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করেন নাই। তবে, প্রাইম মিনিস্টারের সাংবিধানিক ক্ষমতা আছে। প্রাইম মিনিস্টার যদি লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেন, সংসদ ভেঙ্গে নিয়ে নতুন নির্বাচন দিতে, তাহলে যে কোনো সময় হয়ে যেতে পারে। সংবিধানে এই ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেয়া আছে। উনি ইচ্ছা করলে এই ক্ষমতা প্রয়োগ করতেও পারেন, নাও পারেন।

আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি মাথায় রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। নির্দিষ্ট সময়ে এই সরকারের পাঁচ বছরের মেয়াদই সাধারণ নির্বাচন হবে। আমরা বলেছি, পাঁচ বছরের মাথায় দেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রীও সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর আগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী প্রসঙ্গে তিনি বলেণ, এবার ৪০তম শাহাদত বার্ষিকী। সে কারণে জাতীয় শোক দিবস ৪০ দিনব্যাপী পালন করবো। সে কারণে ইতিমধ্যে যুবলীগ গতকাল শুরু করেছে, আমরা আজকে এখানে এসেছি। প্রত্যেকটা সংগঠনই বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং সারাদেশে ৪০ দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।

বাসে টুঙ্গিপাড়া আসা প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, এখন তো বৃষ্টির দিন। বেশী যদি গাড়ি থাকে তাহলে হুড়োহুড়ি হয়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেজন্য, আমরা সবাইকে অনুরোধ করেছি, আপনারা গাড়ি নিয়ে আসবেন না। আমরা দলের পক্ষ থেকে বাস সংগ্রহ করবো এবং একসাথে টুঙ্গীপাড়া যাবো আর একসাথে ফিরে আসবো। আপনারা দেখেছেন, আমরা সবচেয়ে সুশৃঙ্খলভাবে এখানে এসেছি। এ সময়ে আশরাফ বিএনপি চেয়ারপার্সনকে ১৫ অগাস্ট জন্মদিন পালন না করারও আহবান জানান।