image_216338.dollar+1

দৈনিকবার্তা-ঢাকা, ১ আগস্ট ২০১৫: বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য ৩১ জন অনাবাসী বাংলাদেশীকে এ্যাওয়ার্ড দিয়েছে।কেন্দ্রীয় ব্যাংক এই প্রথমবারের মতো দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দু’টি এক্সচেঞ্জ হাউজকেও পুরস্কৃত করেছে।এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমীতে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স এ্যাওয়ার্ড শিরোনামের ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর করেন। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।গভর্নর বলেন, বিদেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও খরচ কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।তিনি দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করার জন্য এনআরবি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে ২৫ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আছে, যা দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।কেন্দ্রীয় ব্যাংক বিগত বছরে ২৪ জন সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারীকে এ্যাওয়ার্ড দেয়।