দৈনিকবার্তা-ঢাকা, ১ আগস্ট ২০১৫: বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের মত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুপুর ৩টা ০৫ মিনিটে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন এ ম্যাচের আম্পায়াররা। এর আগে বেশ জোরেশোরেই বৃষ্টি হওয়ায় শনিবার সকাল থেকে তৃতীয় দফায় মাঠ ঢাকতে হয় মাঠকর্মীদের। দুপুর সোয়া ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু করা হয়নি। কালো মেঘে শের-ই-বাংলা স্টেডিয়ামে অন্ধকার নেমে আসায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল ফ্লাডলাইট।দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শন শেষে দুপুর সোয়া ২টায় খেলা শুরু করার সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়াররা।
ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকাল থেকেই রাজত্ব করছিলো বৃষ্টি। তবে দুপুরের দিকে বৃষ্টি থেমে যাবার পর দু’দফা মাঠ পর্যবেক্ষণ করেন ম্যাচ অফিসিয়ালরা। সর্বশেষ দুপুর ১টা ৩০ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচের দুই আম্পায়ার জানান, ‘দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে তৃতীয় দিনের খেলা। এরপর বৃষ্টি বাঁধা সৃষ্টি না করলে ৪৫ ওভার খেলা হবে। আর তৃতীয় দিনের খেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাঝে ৩টা ৪৫ থেকে ৪টা ০৫ মিনিট চা-বিরতি থাকবে।কিন্তু দুপুর ১টা ৫০ মিনিটে আবারো বৃষ্টির নামলে, কভার দিয়ে মাঠ ঢেকে ফেলা হয়। কিন্তু পরবর্তীতে বৃষ্টির তেজ অব্যাহত থাকলে, দুপুর ৩টা ০৫ মিনিটে বাধ্য হয়েই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের আম্পায়াররা।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছিলো। শুধুমাত্র টেস্টের প্রথম দিনই ব্যাট-বলের লড়াই হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম দিন টস জিতে ব্যাটিং-এ নেমে ৮৮ দশমিক ১ বল মোকাবেলা করে ৮ উইকেটে ২৪৬ রান তুলেছিলো স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ৬৫, মোমিনুল হক ৪০, সাকিব আল হাসান ৩৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ ও ইমরুল কায়েস ৩০ রান করেন। সফরকারী দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার ডেল স্টেইন ও স্পিনার জেপি ডুমিনি ৩টি করে উইকেট শিকার করেন।