student-leauge

দৈনিকবার্তা-ফেনী, ১ আগস্ট: ফেনী জেলা সম্মেলনে সভাপতি-সম্পাদক নির্বাচনের আড়াইমাস পর ফেনী জেলা ছাত্রলীগের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত শুক্রবার রাতে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।ওই বিজ্ঞপ্তিতে দেখা যায়, ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গত ২৪ জুলাই ফেনী জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সালাহ উদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার জর্জকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, শওকত আলম সৈকত, ডালিম কুমার শীল, আফতাব উদ্দিন তারেক, আবদুর রহিম পিন্টু, মো: তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম শাকিল, সুলতানা রাজিয়া শান্তা, মো: মোতাহের হোসেন, মো: ইব্রাহীম ভূঞা, মোহাম্মদ ইব্রাহীম, আলী আশ্রাফ, মোয়াজ্জেম হোসেন রুবেল, প্রিয়তোষ বৈদ্য ও ইকবাল হোসেন।

যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার মাসুম, আবু নাইম, মো. রেজাউল হক রানা, সাফায়েত উল্লাহ রুবেল, ইকরাম উদ্দিন আল রিয়াজ, জমির উদ্দির পাটোয়ারী বাবু, আকবর হোসেন মিল্লাত,সাংগঠনিক সম্পাদক এম.এ লতিফ খান রায়হান, আহমেদ শরীফ হানাফী তুহিন, রিয়াজুল ইসলাম মজুমদার, ইমাম উদ্দিন ইমন, দেলোয়ার হোসেন সোহাগ, মাহবুবুর রহমান জিমী ও ওয়াসী আজাদ চৌধূরী।

প্রচার সম্পাদক ফখরুল ইসলাম হীরা, উপ-প্রচার জামশেদ আলী রনি, দপ্তর মো. হাসান, উপ-দপ্তর সাইফুল ইসলাম বাদল, প্রকাশনা সাইদুর রহমান জুয়েল, উপ প্রকাশনা জিয়াউল হক সুজন, শিক্ষা মো. শাহিন, উপ শিক্ষা আবু জাহিদ রিজভী, সাংস্কৃতি সায়েম বিন করিম চৌধূরী, উপ সম্পাদক হুমায়ূন কবির, সমাজসেবা শাহজাহান কবির সাজু, উপ সমাজসেবা মো. ইব্রাহীম, ক্রীড়া শাহাদাত হোসেন শামীম, উপ ক্রীড়া শেখ আবদুল্লাহ আল-মাসুদ, পাঠাগার সোহরাব হোসেন তারেক, উপ-পাঠাগার আক্রামুজ্জামান রাজু, অর্থ আবদুল্লাহ আল রায়হান, উপ অর্থ সাখাওয়াত হোসেন জীবন, তথ্য ও গবেষণা আবদুল্লাহ আল আরাফাত নোমান, উপ তথ্য ও গবেষণা মীর হোসেন রাসেল,

ছাত্রী বিষয়ক ফারিহা জাহান, উপ ছাত্রী বিষয়ক বিবি খাদিজা সুমী, আইন খোরশেদ আলম ভূঞা ফরহাদ, উপ আইন সাইফুল ইসলাম সোহেল, পরিবেশ সৌরভ বণিক, উপ পরিবেশ আবদুস সামাদ আজাদ, স্কুল ছাত্র বিষয়ক নুরুল আমিন নায়েব চৌধূরী, ধর্ম বিষয়ক হাফেজ মো. ইমন, গণশিক্ষা পিয়ুস সাহা, ত্রাণ ও দূর্যোগ জাফর আহাম্মদ রিয়াদ, সাহিত্য জয়নাল আবেদীন চৌধূরী রনি, গণযোগাযোগ জিয়াউল হক বাবলু, মানব সম্পদ মো. হাতিম আহমেদ, আপ্যায়ন সম্পাদক মোজাম্মেল হক রিয়াদ, ছাত্র বৃত্তি মাসূদ পারভেজ। সহ সম্পাদক রিয়াজুল ইসলাম অনু, শেখ সুজন, নিজাম উদ্দিন রাজু, জাফর আহাম্মদ শিপন, শহিদুল ইসলাম রুবেল। কমিটিতে বাকীদের উপ-সম্পাদক ও সাধারণ সদস্য করে আগামী ১ বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়।