Arrest-Doinikbarta

দৈনিকবার্তা-পাবনা, ১ আগস্ট ২০১৫: পাবনার ঈশ্বরদী থানা পুলিশ রিমান্ডে থাকা যুবলীগ নেতা শফিকুল ইসলামের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ অপর আরেক সন্ত্রাসী জিল্লুর রহমানকে (২৮) আটক করেছে। আটককৃত জিল্লুর রহমান (২৮) উপজেলার আমবাগান এলাকার ঈসমাইল হোসেনের ছেলে একই দলের বলে পুলিশ জানিয়েছে। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আবু ওবায়েদা জানান, গত রোববার পুলিশের উপর হামলা ও লাঞ্ছিতর মামলায় উপজেলার আমবাগান এলাকার ছৈমদ্দিনের ছেলে ও হত্যাসহ ৯টি মামলার আসামী যুবলীগ নেতা শফিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আটককৃত শফিকুল ইসলামকে আদালতে সোর্পদ করে ২ দিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডে শফিকুল পুলিশের কাছে স্বীকার করে যে, তার ব্যবহৃত অস্ত্র ও গুলি জিল্লুর রহমান নামের আরেক জন ব্যবহার করছেন। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে পুলিশ সদস্যরা তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে আমবাগান এলাকাতে যায়। সেখানে শফিকুলের একটি অফিস রুম থেকে একটি শার্টার গান ও ৫ রাউন্ড গুলিসহ জিল্লৃর রহমানকে পুলিশ আটক করে।পরিদর্শক আবু ওবায়েদা বলেন, রিমান্ডে থাকা শফিকুল ইসলাম ও আটককৃত জিল্লুর রহমানকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ ২০১৪ সালের ১৪ জানুয়ারী ঈশ্বরদী শহরের কলেজ রোডে ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকান্ডের ১নং আসামীসহ ৮টি মামলার পলাতক আসামী শফিকুল ইসলাম।