1413621285gold-bars

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।সংস্থাটি জানিয়েছে, দুবাই ফেরত রফিকুল ইসলাম (৩৯) নামে ওই যাত্রী শুক্রবার সকাল ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে বাংলাদেশে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করে প্রথমে তার কাছ থেকে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। কিন্তু তার গতিবিধি এবং কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে এক্স- রে করালে পাকস্থলীতে চারটি স্বর্ণের বারের অস্তিত্ব মেলে।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, রিপোর্ট পাওয়ার পর ওই যাত্রী নিজেই স্বর্ণের বারগুলো বের করে দেন। পায়ুপথে পাকস্থলীতে এই স্বর্ণের বারগুলো তিনি ঢুকিয়ে রেখেছিলেন।উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৭০০ গ্রাম যার বাজার মূল্য ৪০ লাখ টাকা। ওই যাত্রী ঘন ঘন বিদেশ ভ্রমন করতেন বলেও তিনি উল্লেখ করেন।