doinikbarta

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ৩১ জুলাই  ২০১৫: বরিশাল বিভাগীয় কথিত বেদে সর্দারের দাবিকৃত মাসিক চাঁদা দিতে অস্বীকার করলেই সাধারন বেদে পরিবারকে মিথ্যা মামলায় জরিয়ে হয়রানী করা হয়৷ চাঁদা না দেওয়ায় কোন কোন পরিবারের বিরুদ্ধে ২৫/৩০টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার, ভূক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার পৌর সদরে টরকীর চর গ্রামে নদীর তীরে গত ২০ বছর ধরে প্রায় ৫ শতাধিক বেদে পরিবার বসবাস করে আসছে৷ ওই বেদে পল্লীর সর্দার ছিলেন ঝালকাঠী জেলার কৃঞ্চকাঠী গ্রামের মৃত সেকেন্দার আলী সরদারের পুত্র রুস্তুম আলী ওরফে আব্দুর রহিম৷ সাধারন বেদে পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহিম সর্দারের দায়িত্ব পালনকালে তার একান্ত অনুগত ২২ নারী সদস্য দিয়ে একটি প্রতারক দল গঠন করেন৷ ওই দলের মাধ্যমে বিভিন্ন গ্রামে সাধারন নিরহ মানুষের সাথে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন৷ কেউ কেউ এ ঘটনার বিরোধিতা করলে সর্দার তাদের উপর নির্যাতন চালায়৷ প্রতারনা চাঁদাবাজি নারী নির্যাতনের প্রতিবাদে ২০১১ সালে আব্দুর রহিমকে সর্দারের পদ থেকে অব্যহতি দেয়া হয়৷পল্লীর লোকজন জানান, অব্যহতি দেওয়ার পর আব্দুর রহিম নিজ বাড়ি ঝালকাঠীর কৃঞ্চকাঠী গ্রামে ফিরে যান৷ সেখানে গিয়ে নতুন করে একটি বেদে দল গঠন করেন এবং ২০১২ সাল থেকে নিজেকে বরিশাল বিভাগীয় বেদে সর্দার হিসেবে পরিচয় দেন৷ সেখানে গড়ে তোলেন স্বীয় রাজত্ব৷ বিভিন্ন কৌশলে বরিশাল বিভাগীয় বেদেদের নিয়ন্ত্রনের চেষ্টা করেন৷ তার নির্দেশ অমান্য করা হলে তাদের উপর নেমে আসে নির্যাতন, মিথা্য মামলাসহ নানান হয়রানী৷

বেদে পল্লীর নান্নু সরদার(৫৫),স্বপন সরদার (৩৮), জাহাঙ্গীর সরদার(৫৫)সহ অনেকেই জানান, বরিশাল বিভাগের স্বঘোষিত সর্দার আব্দুর রহিম প্রতিটি বেদে পরিবারের কাছে মাসিক ৭ শত টাকা করে চাঁদা নির্ধারন করেন৷ এমনিভাবে গত তিন বছরে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন৷ গত ৬ মাসে ধরে সাধারন বেদে পরিবারের লোকজন চাদা দেওয়া বন্ধ করে দেন৷ এতে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে উঠে এবং বেদে পরিবারকে নানানভাবে নির্যাতন ও হয়রানী করে আসছেন৷ স্বপন অভিযোগ করেন, চাদা না দেওয়ায় আব্দুর রহিম ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে তার পরিবারের ৭ জনকে আসামি করে ১০/০৫/২০১৫ তারিখে একটি মামলা করেন৷ তিনি মামলায় পলাতক থাকা অবস্থায় রহিম তার স্ত্রীকে খবর দিয়ে স্বামীকে মুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্ত্রী পাখি বেগম (৩০) কন্যা রাত্রী (৫ কে তার আস্তানায় আটক করেন৷ শারীরিক ও মানষিক নির্যাতন করে ৭ দিন আটকে রাখে ৷ পরবর্তীতে নিদের্শ অমান্য করার জড়িমানা ও মামলা খরচসহ সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে মামলা প্রত্যাহার ও তাদের মুক্ত করেন৷ মজিবর সরদার(৪০), আঃ জলিল সরদার (৪৫) অভিযোগ করেন, তারা চাঁদা না দেওয়ায় আঃ রহিম তার ছোট ভাই আলাউদ্দিন সরদার বাদি হয়ে ২৫/০৬/২০১৫ইং একই আদালতে একটি চাদাবাজি ও হত্যার চেষ্টা অভিযোগে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন৷ পরবর্তীতে মিমাংসার নামে আড়াই লাখ টাকা হাতিয়ে নেন৷ বেদে কবির হোসেন, ছগির হোসেন, মিজানুর রহমান অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় রহিম তার ভাই আলাউদ্দিনকে দিয়ে বাদি করে তাদের ৫ জনকে আসামি করে গত ১৫/০৫/২০১৫ইং ওই আদালতে একটি মামলা করেন৷ পরবর্তীতে রহিমকে দেড় লাখ টাকা পরিশোধ করে মামলা থেকে অব্যহতি পান৷ পিকু সরদার জানান, চাদা না দেওয়ায় আব্দুর রহিম তাদের পরিবারের বিরুদ্ধে গত ৩ বছরে ১৩টি মামলা করেন৷ মামলাগুলো মিথ্যা প্রমানিত হয়েছে৷ এ ঘটনায় পিকু গত ৪ জুলাই গৌরনদী থানায় রহিমের বিরুদ্ধে একটি জিডি করেন৷ এর আগে স্বপন সরদার গত ২৫ জুলাই গৌরনদী থানায় একটি জিডি করেন৷ জিডিতে বলা হয়, চাদা না দেওয়ায় মিথ্যা মামলায় হয়রানীসহ জীবন নাশের হুমকি দেয়৷ ভূক্তভোগীরা জানান, অব্দুর রহিম তার বিভিন্ন সহযোগীকে দিয়ে ঝাালকাঠী জুডিশিয়াল আদালতে মামলা করার পর আসামিরা সেখানে হাজির হতে গেলে রহিম তার লোকজন নিয়ে তাদের ধরে নিয়ে যায়৷ পরবর্তীতে রহিমের নিজস্ব আদালতে বিচার সম্পন্ন করে মোটা অংক আদায় করে মিমাংসাপত্র দিয়ে মামলা প্রত্যাহার করে নেন৷

রহিম সর্দারের নির্দেশ অমান্য করলে হয়রানী শিকার হতে হয় সাধারন বেদে পল্লীর লোকজনকে ৷ স্বপন সরদার জানান, তিনি ২২ জুন তার বেদে বহর নিয়ে মাদারীপুর জেলায় মস্তফাপুর যান৷ এসময় আব্দুর রহিম নিজেকে বরিশাল বিভাগীয় বেদে সর্দার পরিচয় দিয়ে পুলিশকে ফোনে জানান, ওই বেদে বহরে ২ হাজার পিচ ইয়াবা ও ৬ কেজি গাঁজা রয়েছে৷ ওই মিথ্যা তথ্যের ভিত্তিতে পুলিশ বেদে বহরে অভিযান চালিয়ে সত্যতা না পেয়ে ফিরে আসে৷ আলাউদ্দিন সরদার জানান, তিনি ১৮ জুলাই বেদে বহর নিয়ে পটুয়াখালি জেলার বাউফল উপজেলার কালাইয়া গেলে আব্দুর রহিম পটুয়াখালি পুলিশকে একইভাবে জানান, বেদে বহরে হিরোইন ও মদের ড্রাম রয়েছে৷ কলম সর্দার জানান, সে ১৯ জুলাই পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় বেদে বহর নিয়ে যান৷ এসময় রহিম পিরোজপুর পুলিশকে একইভাবে মিথ্যা তথ্য দিয়ে পুলিশ পাঠিয়ে বেদেদের হয়রানী করেন৷ গত ২২ জুলাই রহিম সর্দার বরিশাল পুলিশকে জানান, গৌরনদীর বেদে পল্লীতে বিপুল পরিমান ইয়াবা ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম মজুদ আছে৷ কিন্তু অভিযান চালিয়ে কিছুই পাওয়া যায়নি৷ রহিমের দেওয়া তথ্যের সত্যতা কোথাও পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানান৷ বেদেরা জানান, তারা বরিশাল বিভাগের যে জায়গায় যান সেখানের প্রশাসনকে মিথ্যা মামলা ও মিথ্যা তথ্য দিয়ে হয়রানী করেন৷

পিন্টু জানান, ২২ সেপ্টেম্বর ২০১১ সালে চাদা না দেওয়ায় রহিম তার বোনকে ধর্ষনের চেষ্টা চালায়৷ ওই ঘটনায় রহিমের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়৷ এছাড়া একাধিক বেদে কন্যাকে ধর্ষন করে যা আত্ম সম্মানের ভয়ে কেউ মামলা করতে যায়নি৷ অভিযোগের ব্যাপারে আব্দুর রহিমকে জিজ্ঞাসা করলে রহিম নিজেকে বরিশাল বিভাগীয় সর্দার ও নিজেকে নির্দোশ দাবি করে বলেন, আমি কারো কাছে চাঁদা দাবি করিনি বরং অভিযোগকারীরাই আমার পল্লীর বেদেদের কাছে চাদা দাবি করেন৷ হয়রানী ও মিথ্যা অভিযোগ প্রসঙ্গে বলেন, আমি কাউকে হয়রানী করি নাই, ওরা খারাপ কাজের সাথে যুক্ত৷ মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযান চালানোর সত্যতার কথা স্বীকার করে বলেন, কোন কিছু পাওয়া যায়নি৷ মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ইনফরমেশনের ভিত্তিতে অভিযান চলতেই থাকে তবে বড় কোন অভিযান বা সফলতার খবর নেই৷ গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, বেদে পল্লীর আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় মিথ্যা তথ্য দেয় কিন্তু অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি৷ পটুয়াখালি জেলার বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজ.ম. মাসুদুজ্জামান ঈদের দিনে অভিযান সম্পর্কে বলেন, ইনফরমেশন পাওয়ার পরে অভিযান চালানো হয় তবে কোন কিছু পাওয়া যায়নি৷