stadium

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই  ২০১৫: ঘুর্ণিঝড় কোমেন কেড়ে নিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।কোমেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে সকাল থেকেই ত্রিপলে ঢাকা ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট। সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছেই। একনাগাড়ে বৃষ্টি চলার কারণে মাঠ পর্যবেক্ষণ করারও সুযোগ নেই। এমতাবস্থায় আর শুরু করার সম্ভাবনা নেই বলে ম্যাচ রেফারি ক্রিস ব্রড দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।শনিবার যথারীতি সকাল সাড়ে ৯টায় শুরু হবে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। বৃষ্টির কারণে একদিন বাতিল হয়ে যাওয়ার ক্ষতি কিভাবে পুষিয়ে নেয়া হবে, সে ব্যাপারে অবশ্য এখনও দিক নির্দেশনা দেননি রেফারি ব্রড।

প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ৬৫ রানের কল্যাণে বাংলাদেশ সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান। উইকেটে রয়েছেন নাসির হোসেন ১৩ রানে। ব্যাট করার বাকি মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেন লিখন।বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি। তার আগে থেকেই অবশ্য উইকেটসহ আউটফিল্ড পুরোটা কাভারে ঢাকা। ত্রিপলের ওপর পানি জমলেও মাঠের নিষ্কাশন ব্যবস্থা উন্নত মানের হওয়ায় বৃষ্টি থামার অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু করা সম্ভব হতো। কিন্তু; শেষ পর্যন্ত সেটাও আর সম্ভব হল না টানা বৃষ্টির কারণে।বৃষ্টির কারণে হোটেল বন্দী হয়েই রইলেন বাংলাদেশ এবং প্রোটিয়া দলের ক্রিকেটাররা। মাঠমুখোই হননি তারা। একবার বলা হয়েছিল, বৃষ্টি কমলে দুপুর ১২টার দিকে মাঠে আসতে পারেন তারা। কিন্তু খেলা পরিত্যাক্ত ঘোষণা হওয়ায় আর মাঠে আসেননি তারা।