দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই: বন্যাকবলিত দরিদ্র মানুষের পাশে চাল, ডাল, তেল,লবণসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীর ফুলগাজীতে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।দলীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকালে তারা ফেনীর ফুলগাজীতে যান।সেখানে বন্যাকবলিত দরিদ্র মানুষের মধ্যে পণ্যগুলো বিতরণ করবেন তারা। পাশাপাশি ওইসব এলাকায় আরো ত্রাণ সামগ্রী পাঠানোর প্রয়োজন কী-না, সে বিষয়টিও খতিয়ে দেখবেন। এছাড়া স্থানীয় বিএনপির বিত্তবান নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বন্যাকবলিত এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করবে বিএনপি। প্রথম ধাপে খালেদা জিয়ার নিজ এলাকা ফেনীর ফুলগাজীতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।এরপর দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠাবেন খালেদা জিয়া।শুক্রবার বিকেলে রেহেনা আক্তার রানু জানান, খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর ফুলগাজী যাচ্ছি। বন্যার্তদের প্রত্যেকের জন্য পাঁচ কেজি করে চাল, সয়াবিন তেল, ডাল, লবণসহ আরো কয়েকটি প্রয়োজনীয় পণ্য রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বন্যাকবলিত এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করবে বিএনপি। প্রথম ধাপে খালেদা জিয়ার নিজ এলাকা ফেনীর ফুলগাজীতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এরপর দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠাবেন খালেদা জিয়া।এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির স্থানীয় বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর। এসব দুর্গম এলাকায় ঢাকা থেকে ত্রাণ পাঠানো সম্ভব না হলে, খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতারাই ত্রাণ বিতরণের ব্যবস্থা করবেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে নরুজল ইসলাম খান বলেন, বন্যায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ঢাকা থেকে ত্রাণ নিয়ে হয়তো সব জায়াগা যাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ করবেন। খালেদা জিয়ার পক্ষ থেকে এমন নির্দেশনা সব জায়গায় পাঠানো হয়েছে।