11111

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই  ২০১৫: তুরস্কে পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে পৃথক এক ঘটনায় রেললাইনে পেতে রাখা বোমার বিস্ফোরণও ঘটিয়েছে সন্ত্রাসীরা।দেশটির আদানা ও কার্স প্রদেশে এ হামলা দু’টির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কর্মীরা এ হামলাগুলো চালিয়েছে বলে অভিযোগ করেছে তুর্কি সরকার।আদানা প্রদেশের গভর্নর মোস্তাফা বুয়ুক সংবাদমাধ্যমকে জানান, পিকেকে কর্মীরা পোজান্তি শহরের পুলিশ স্টেশনে অতর্কিত গুলি চালালে সেখানে দু’জন পুলিশ নিহত হন। পুলিশের পাল্টা জবাবে এসময় দু’জন হামলাকারীও নিহত হয়।কার্স প্রদেশের ডেপুটি গভর্নর আদেস উনাল জানিয়েছেন, পিকেকে কর্মীরা সেখানে রেললাইনে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। পরে কয়েকজন রেলকর্মীকে লাইন মেরামত করতে ঘটনাস্থলে পাঠালে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় একজন কর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।