ershad_90529

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই: বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন হবার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। ছিটমহল বিনিময় সম্পন্ন করার জন্য তিনি বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অর্ভিনন্দন জ্ঞাপন করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ছিটমহল সমূহ বিনিময়ের মাধ্যমে অর্ধ লক্ষাধিক মানুষের জীবন স্বার্থক হতে চলেছে। দু’দেশের ছিটমহলে এখন থেকে স্ব-স্ব দেশের পতাকা উড়বে। সেখানে বসবাসরত বাসিন্দারা নাগরিক অধিকার পাবে, সার্বভৌমত্ব ভোগ করবে- এর চেয়ে বড় আনন্দ আর কিছু থাকতে পারেনা। তিনি বলেন, মুক্তি পাওয়া মানুষের সাথে আমিও একাত্ম হয়ে গেছি।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ আরো বলেন যে, ছিটমহল শব্দটি ছিল একটি অভিশপ্ত শব্দ। এখানে যারা অবরুদ্ধ জীবন-যাপন করেছে তারা শিক্ষা-চিকিৎসা সহ আধুনিক বিশ্বের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। দু’দেশের মধ্যে সেই ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে ইতিহাস থেকে ছিটমহল শব্দটি মুছে গেলো। তিনি বলেন, যারা এখন আমাদের মূল ভূখন্ডের সাথে মিলিত হলো তাদের পুনর্বাসন এবং সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।