দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই ২০১৫: কোরিয়ান দূতাবাস এর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, কোরিয়ান রপ্তানি প্রস্তুতকরণ এলাকা, ইন্ট্রাকো, পি এইচ পি ও ইয়ংগন এর সহযোগিতায় আজ ৩১ জুলাই ২০১৫ শুক্রবার সন্ধ্যা ৭.০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে কোরিয়া ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪২তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে চার্ম অফ কোরিয়া-৭, ২০১৫, ওং স্যান জাজ স্টোরি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এম.পি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ মান্যবর কোরিয়ান রাষ্ট্রদূত জনাব লী-ইয়ান-ইয়ং।