329

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই: বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, খালেদা জিয়ার এখন বোধোদয় হয়েছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, ধর্মীয় জঙ্গিগোষ্ঠী জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে নির্বাচন করবেন, আর দেশের মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নেবে এ ধরনের ভুল করবেন না।শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখায় এক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে মন্তব্য করা হয়েছিল।এ বিষয়ে আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন, বিষয়টি আজ স্পষ্ট যে, আপনাদের রাজনীতি ছিল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। ধর্মীয় মৌলবাদ জঙ্গিদের যারা সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে,দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের অবদান অনস্বীকার্য। এসব শ্রমিককে রাজপথে রেখে বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।রাশেদ খান মেনন বলেন, পোশাক শিল্প-শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে যখনই আন্দোলনে নামে তখনই কুচত্র“ী মহল প্রভাব খাটিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে তৎপর হয়েছে উঠে। শ্রমিক নামধারী কিছু নেতা এ শিল্পকে ধ্বংস করতে চায়।

পোশাক শিল্প-মালিকরা অন্যায় করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না’ উলে।লখ করে ওয়ার্কার্স পাটির সভাপতি বলেন, শ্রমিকরা যদি আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

রাশেদ খান মেনন সোয়ান গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম আমিনের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্ডল, একতা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি কফিল উদ্দিন, সাভারের ধসে যাওয়া ভবন রানাপ্লাজার গার্মেন্টসগুলোর শ্রমিকদের পক্ষে সালমা বেগম এবং তাজরিন ফ্যাশনের শ্রমিকদের পক্ষে জরিনা বেগম বক্তব্য রাখেন।