Hasan Mahmud - the politicalclown

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জুলাই  ২০১৫:  সাবেকমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদের মানসিক সুস্থ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণজাগরন মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার। ‘বেশি বক্তৃতা করা’ এই ডক্টরেটের (হাসান মাহমুদ) মানসিক সুস্থ্যতা নিয়ে এক ডাক্তারের (ইমরান এইচ সরকার) প্রশ্ন তোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। ইমরান এইচ সরকারের এ স্ট্যাটাসটিতে মাত্র ১ ঘন্টায় ৬৭২০ জন ‘লাইক’ দিয়েছে, ৩৭২ জন শেয়ার করেছে এবং বিপুল সংখ্যক লোক রেকর্ড সংখ্যক মন্তব্য করেছেন।

২০০৯ সালে গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরবর্তীতে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাসান মাহমুদ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও।২০১৪ সালের নির্বাচনের পর মন্ত্রীত্ব হারিয়ে বিগত দেড় বছর যাবৎ প্রায় প্রতিদিনই নামসর্বস্ব ও ভূইফোঁড় সংগঠনের অনুষ্ঠানে বিএনপি ও খালেদা জিয়া সম্পর্কে অশালীন ও অপ্রতিষ্ঠিত অভিযোগ করে যাচ্ছেন।এসব বক্তব্য ও মন্তব্য যে আওয়ামী ঘরাণার লোকদেরও বিরক্তি উৎপাদন করছে তা ইমরান এইচ সরকারের ফেসবুক স্ট্যাটাসের পর জানা গেল। সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যায় খালেদার সন্ত্রাসকে দায়ী করে দেয়া ড. হাসান মাহমুদের বক্তৃতার প্র্রেক্ষিতে ডা. ইমরান এইচ সরকারের হাসান মাহমুদকে ‘পলিটিক্যাল ক্লাউন’ বলেও অভিহিত করেছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাসান মাহমুদ সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যায় খালেদার সন্ত্রাসকে দায়ী করে বলেন, ‘খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমাজে বিরূপ প্রভাব পড়েছে। আর সেই সন্ত্রাস থেকে শিক্ষা নিয়েই সন্ত্রাসীরা সিলেটে কিশোর রাজনকে নির্মমভাবে হত্যা করেছে।’

হাছান মাহমুদ বলেন, খালেদা ও তার পুত্রের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে। খালেদা জিয়ার হুকুমেই ঘুমন্ত মানুষকে পেট্রলবোমায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব সমাজে লক্ষণীয়। খালেদার সন্ত্রাসে উজ্জীবিত হয়েই সিলেটের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ড. হাসান মাহমুদের সোমবারের ঐ বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১০টায় ফেসবুকে এক স্ট্যাটাসে ডা. এমরান এইচ সরকার লিখেছেন (https://www.facebook.com/imranhsarker.official?fref=nf): “শিশু রাজন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দায়ী করলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ সরকারের করণীয়ঃ

১। খালেদা জিয়া দায়ী হলে দ্রুত তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা।
২। খালেদা জিয়ার সম্পৃক্ততা না থাকলে হাসান মাহমুদকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা।
৩। দ্রুত হাসান মাহমুদের মানসিক সুস্থ্যতার সার্টিফিকেট নিয়ে দেশবাসীকে আস্বস্ত করা তিনি মানসিকভাবে সুস্থ্য আছেন।
৪। আওয়ামী লীগের উচিত এই পলিটিক্যাল ক্লাউন সম্বন্ধে একটা পরিস্কার স্বীদ্ধান্ত দেশবাসীকে জানানো, কেননা একের পর এক তার কান্ডজ্ঞানহীন বক্তব্যে দেশের মানুষের সামগ্রিক রাজনীতিবিদদের নিয়ে মারাত্বক নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে।

উপসংহারঃ  শোনা যাচ্ছে, ব্যবস্থা তো দুরে থাক বরং অসংলগ্ন বক্তব্যের পুরস্কারস্বরুপ তাকে মন্ত্রীত্ব দিয়ে পুরস্কৃত করার সম্ভাবনা আছে। যা কিনা হতে পারে আমাদের জাতীয় লজ্জা ছাড়া আর কিছুই না!”

ইমরান এইচ সরকারের ফেসবুক স্ট্যাটাসটিতে অসংখ্য মন্তব্যের কয়েকটি এ রকম:
Katriyad Cat: আওয়ামীলীগের উচিত এই পলিটিক্যাল ক্লাউন সম্বন্ধে একটা পরিস্কার স্বীদ্ধান্ত দেশবাসীকে জানানো, কেননা একের পর এক তার কান্ডজ্ঞানহীন বক্তব্যে দেশের মানুষের সামগ্রিক রাজনীতিবিদদের নিয়ে মারাত্বক নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে।

Xisan Tawhid : এরা যদি দেশের রাজনীতিবিদ হয়, তাহলে তো আমাদের আত্মহত্যা করা উচিত কেননা এর চেয়ে হাজার গুন ভালো মস্তিষ্ক নিয়েও আমরা কিছু করতে পারি না।

Md Milon Hossen: ইদানিং দেখছি ইমরান সরকার ভালো হয়ে গেছে.

Md Bablu Khan rajon tho kuno mp montri rajniti bir neta noy,tar hotthar sate kaledajiyar somporko takbe keno? take hottha kore kaleda jiyar lav ki? Manuser lash niye rajniti kora sikayce ke?eta kiser rajniti? Bolte paro rajon hotthar bicar cai,fashi cai, mora manush niye rajniti cere daw,
Robel Amin Taufiq :এই সব মন্ত্রীদের পাবনা পাঠানো উচিত।

Dev Das awamileague a kicu paltu neta ache jader kono kandogan nai even lajshorom o nai abong ojogho

Saiful Islam: hasan mahmud dodnt tell so stupid. rather it has logic, our impatience politics has significant impact on peoples attitude. and there will be few in the world politics like khaleda, who can burn people into ashes for his benefit. remember also how many present in bnp to talk like this. Hasan mahmud is the replicate in AL like BNP peoples.

Saifullah Al Nahid : দেশবাসীকে ফ্রি বিনোদন দেওয়ার কারনে হাসান মাহমুদকে পুরষ্কৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।
ম্যাকগাইভার আল-আমিন: হাছান মাহমুদ যে এরশাদের পুত্র না তার প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষা করা উচিত

Muhammad Eman Uddin : জীবনে মনে হয় একটা নিরপেক্ষ কথা বললি।

Asad Rajib ওনার ইদানিংকালের কথাবার্তা, আচারআচরন ব্যবচ্ছেদ করে ডায়াগনোসিস রিপোর্ট পাওয়া গেল—উনি গাঞ্জা খায়।

মাইনুল ইসলাম: আমাদের দেশে বহু #আইন আছে #মানুষের জন্যে তাদেরই জান মান ইজ্জত রক্ষার্থে শুধু এই আইনটাই নাই যেগুলোর কথা বলা হচ্ছে সেই ধরনের নারকীয় চান্চল্যকর #হত্যাকান্ড #ধর্ষণ এর অপরাধে #ঘাতক_খুনী দের ধরে প্রকাশ্য দিবালোকে দেশের সমস্ত মিডিয়ার উপস্থিতিতে গুলি করে হত্যার দৃশ্য লাইভ দেখানোর মত একটা আইন যা অনিবার্য হয়ে পড়েছে তাতে র‍্যাব এর #ক্রস_ফায়ার ও বৈধতা পায়। আর একটাও খুন ধর্ষণ হবেনা যদি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হয়ে থাকে

Foysal Ahmed : Haibrit netader oi ek dus.shob kicute beshi kotha bole.
MN Nazmul Hasan যে দেশের রাজনৈতিক লোকেরা এমন সে দেশ নিয়ে আমাদের গর্ব করা সাঁজে না ।
Md Rana Ahmed : হাসান মাহমুদ না সবটির মাথায় সমস্যা আছে। ইমরান ভাই তোমার সাতে আমি একমত

Shilu Ninurkhamar : আয়োডিন.. পটাশিয়াম.. সোডিয়াম ক্লোরাইডের ঘাটতিজনিত সমস্যা.. এই প্রাণীটির মন্ত্রীত্ব হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকেই তার এই সমস্যা..! কবিরাজ থেকে ডাক্তার দেখিয়েও কিছুতেই কিছু হচ্ছেনা..! আমরা তার সুস্হতা কামনা করছি..!

Nishachor Ami : গরম বেশি পড়ছে তাই! মন্ত্রিত্ব দিলে এসি রুমে থাকলে মাথাডা যদি একটু ঠান্ডা হয়! !
Sohag Shihan :ভাই অাগে যাহা কইছো ha ha ha ত্রখন ত্রকটা ভালো কথা কইছো !তোমাকে ত্রই কথা গুলু অারো জোরালো বুমিকা রাখা ?

Didar Ahamed :হাসান মাহমুদ মানসিক ভাবে অসুস্থ
Md Afjal Husain :রাজন হত্যায় খালেদা জিয়া দায়ী। আর হাসানের জন্মের জন্য তার গ্রামের মানুষ দায়ী
H.m. Sapon : শোনেন ভাই…

আওয়ামী লীগে ব্যাকরণের অনেক সমস্যা…
ওদের কে বাংলা 2য় পত্র ভাল করে পড়ানো উচিৎৎৎৎ
ডুব সাঁতার এই প্রথম আপনাকে নিরপেক্ষ মনে হলো ধন্যবাদ

অমৃত সুধা: মন্ত্রীদের অসংলগ্ন কথাগুলো দেশের সংখ্যাগুরু কুসংস্কারাচ্ছন্ন, কুশিক্ষায় অনুপ্রানিত, অশিক্ষিত, বর্বর জনগোষ্ঠীকে শোনানোর জন্য বলা হয়। এসব কথা আমার আর আপনার জন্য নয়। লতিফ সিদ্দিকীকেও এই কারনেই গ্রেপ্তার করা হয়।

Md Shoriful Islam :ভাই আপনারও বোঝা উচিত যে ঐ পাগলা মন্ত্রী এখানেও রাজনীতি করছে!আপনিও যদি হাসান মাহমুদের বক্তব্য শুনে খালেদাকে দোষ দেন তাহলে তো আর বলার কিছু থাকে না

সাতক্ষীরার রাজাকার: তুই জীবনে একটা ভালো পোষ্ট দিলি। ধন্যবাদ।
MD Dipu : ভাই এই প্রথম একটা ভাল মানুষের মত কাজ করছত।
RocKy : ওনি মন্ত্রী হলে নতুন কিছু পাগলের কারখানা তৈরি হবে বাংলাদেশে।
HM Habib: আমার মতে তাহাকে পাবনা পাগলা খানায় ভর্তি করানো হোক
Sulyman Dhali :হাসান মাহমুদকে পাবনা পাগলা গাড়দে পাঠানো হোক, যাওয়ার খরচ আমি দেব

Nil Akas Nil : হাছান মাহমুদ কে কি জন্য রাখছে আওয়ামীলীখ বুজিনা। আওয়ামী লীগের কি আর অন্য কোনো নেতা নাই নাকি।এই পাগল এর জন্য একটি দল kolongki তো হচ্ছে সেটা আওয়ামী লীখ বুজেনা।হাছান মাহমুদ …. একটা পাগল।আমি আওয়ামী লীখ অনেক লাইক করি বাট এই শয়তান টার জন্য দলের অনেক সমস্যা হচ্ছে।

Fardaus Hawlader Babu: হাসান মাহামুদ আরএক গাজাখোর

Ruddro Akash : ভাই এরা যা শুরু করেছে তাতে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোন উপায় দেখছি না… এদেশে থাকলে কপালে দুর্ভোগ আছে •

Anwer Pervez : কারো কিছু হয়না শেষে আরমাও মানসিক ভাবে অসুস্থ হয়ে পরবো।
Primrose Primrose : উনি হচ্ছেন নেত্রীর খয়ের খাঁ। আর প্রধানমন্ত্রী ও তৈল মর্দনকারী কে বেশ ভালোবাসেন।

• Parvez Jewel :এই হাছান পাগলারে ডক্টরেট ডিগ্রী দিয়েছে কোন ছাগলে? আগে ওই ছাগলরে ফাঁসি দেওয়া দরকার । ওর মত এমন উন্মাদ গুলোর জন্য এই দেশের রাজনীতিবিদদের আর মুখ দেখানোর পথও রইল না । এমনিতেই পাগলদের যন্ত্রনায় অস্থির আর ও যদি মন্ত্রী হয়…. তাহলে তো দেশটা পাগলা গারদে রুপান্তরিত হবে ।

Ahsan Jewel : ইমরান ভাই, ঠিক একারণেই আপনাকে আমরা এত ভালোবাসি। আপনি যা বলার স্পষ্ট ভাষায় বলে দেন। এগিয়ে যান ভাই। আমরাতো আছিই!!

MD Sirajul Islam শেখ হাসিনা পাবনা থেকে হাসানকে আমদানি করছে তার থেকে ভাল কিছুু আসা করা যায় না।
S A Moudud Chowdhury : যাক এত দিন পর আজ নেশা করেন নাই। নেশা না করার জন্য ধন্যবাদ।

মোঃ মহিউদ্দিন মোহন: ডা. ইমরান এইচ সরকার ভাই আপনি এতদিনে একটা ভাল কথা বলেছেন, আমি আপনার সাথে একমত। আপনার এ লেখার জন্য আমি আপনাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি।

Syeam Rayhan :ভাই আপনার কথায় আসলে ঠিক। এইটা না হইলে একদিন বাংালি তাদের ঘরের শত্রুদের থেকে রক্ষা পাবে না
Abul Bashar অনেক দিন পর একটা মানুষের কথা বললেন জয় বাংলা দালালি সামলা

জীবন বড় কস্টকর: আওয়ামীলীগের রাজনীতিবিদরা সব অবুঝ শিশু এদের কথায় কোন কিছু আসে যায় না…..
Binu Mahbuba : আওয়ামীলীগের প্রধাণ কর্তব্য তাকে সুচিকিৎসা দেয়ার ব্যবস্থা করা জলদি।

হিমেল: এত দেখি বুশের মত অবস্থা, যদি বুশের গাড়িতে কখনও কাক হাগু করে তাহলেও বুশ বলত, নিশ্চয়ই এতে লাদেনের হাত আছে।
Hasan Ahmed : ভাই বুঝতে পারছি না রোজার মাসে “ফূটিকা” কেডায় খাইলো ?

Hridoy Ahmed Monsur : পুরান পাগলে ভাত পায়না, আবার নতুন পাগলের আমদানি…… মকা আলমগিরের পর এখন আবার হাছান মাহমুদ। এই দলের কি সবি মেন্টেল.? বুঝলাম না কিচ্ছু । তবে হ্যা, দেশের মানুষ যখন কোনো শোকে আচ্ছন্ন থাকে তখনি এইসব মেন্টেল রাজনৈতিক ব্যক্তিরা আমাদের মাঝে বিনোদন নিয়ে আসে। যেমন____ →রানা প্লাজায় বিএনপি নেতাকর্মীরা নাড়াচাড়া দিছিলো ___ মকা আলমগির →রাজন হত্যায় খালেদা জিয়া দায়ী ___হাছান মাহমুদ
হেমলক বিষ ঠিক কথা কইছেন ইমরান ভাই। জয় বাংলা

M Nizam Foraizi : স্ট্যাটাস টা সেইরাম ভাল লাগছে….. like emoticon
Tosir Jarna Akter Aike: হাসান মাহমুদের বাল য়ি জালায় নাই
Forhad Hossain: অবাক হতবাক নির্বাক হয়ে তাকিয়ে রই,,,কিছুই বলার নাই
Kazi Saeed Ahmed : হাসান পুরাই একটা পাগল.
Ziaul Haque : হা হা হা …….বিনোদন পাইলাম!
Aminul Islam Shayon : তিনিও হয়তো কোনে ঝাকি দেওয়া তত্ত্ব খুজে পেয়েছেন
MdAnowar Hossain: একদম ঠিক কথা কইছেন
• Speechless Pappo :শিশু রাজন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দায়ী করলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ!!how it possible??
M Abdul Lotif এই প্রথম লাইক দিলাম।

Mohammad Anwar Hossain :আল্লাহ তাকে হেদায়াত করুক
লাইফহীন ঝিনুক: পুরাই আবাল মার্কা মন্ত্রী
Md Tayab ঠিক কথাই বলেছন
Hasan Meraj : হেতে হাগল অইগেছে
Rifat Md Rifat : হাসান মাহমুদের বিচার চাই
ঘাস ফুল: ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়
Prince Kafu অনেক দিন পর কিছু ভাল লাগল
Matiur Durjoy :ভালো স্ট্যাটাস ।
Mahtab Uddin Ahmed Shohel : মন্ত্রীত্ব পাওয়ার জন্যই বেচারা মানসিক ভারসাম্যহীন হয়েছে।
Mushfiqur Rahman: ভাই, এত বানানভুল কেন?
Nurnobi Sonagazi :হাছান একটা কুওার বাচ্চা,
Alamgir Hossain :আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে।
Shaedur Shuvo :ভুতের মুখে রাম রাম
তবে পোষ্টটা ভালো হইছে
MD Nijam Howlader :আওয়ামীলীগ নেতাদের খালেদা ভূতে ধরছে।
Saeed Mahmud :প্রথম লাইক এবং কমেন্ট:-)
ইব্রাহিম খলিলুল্লাহ :arokom status e ami onek khusi hoyece…
thanks
Rashel D Oceanic :মনের কথা কইলেন smile emoticon
Abdul Aziz আপনার পোসট টা ভালোই লাগল।
Omar Faruk: Right
Mohammed Faruq :রাইট ১00%
Bulbul Ahmed: আর কত পাগল উদয় হবে
Md Khalil Ullah Khokon: Hemayetpur Mental Hospital’s Branch Clinic should Be need in Dhaka.
Exçêptïønål Fahim :ভাই, সেরা লিখেছেন।

Babul Ahmed: What About U Mr IMRAN , U are not Less then Mr Hassan Mahmod .

Md Jahed Ahmed :এরা সবাই মানষিকভাবে আক্রান্ত
Sazzad Al Hasan :হেতে তো জাতীয় পাগল
Biswas Juwel :পাগল ছাগল দিয়ে দেশটা ভরে গেছে
Gopalchandra Datta: পাগলে কিনা কয়,ছাগলে কিনা খায়।
Mahmudul Hasan Digonto :পাগলামীর ও সীমা থাকা উচিৎ!
Shaikh Ashraful Islam: ভারসরম হীন পাগল নাকি জনগনের পতিনিধি।
Sumon Hawladher :হায়রে রাজনীতি,
Abdur Rahman Gobinda Pur :বাংলার 12টা এরাই বাজিয়েছে ,

নিরব দর্শক :Ami apnake sob somoi hate koresi, bt ajke thanks

Md Sahin Sohan: হা হা হা হা মিঃ ইমরান গোটা আওয়ামীলীগটারে পাগলা গারদে নেওয়া উচিত।

imran-h-sark-copy