????????????????????????????????????

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুলাই ২০১৫: কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠানের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার বিকেল ৫.০০টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেশবরেণ্য কবিদের অংশগ্রহণে কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন শিল্পী ইয়াসমীন আলী-একি রিম ঝিম রিম ঝিম ও বর্ণে গন্ধে ছন্দে আনন্দে ২টি সঙ্গীত ও রোকসানা আক্তার রূপসা- খাঁচার ভিতর অচিন পাঁখি ও কে যাসরে ভাটির গাঙ্গে ২টি সঙ্গীত পরিবেশন করেন এবং কবিতা পাঠ করেন কবি সৈয়দ শামসুল হক-বঙ্গবন্ধুর সমাধীতে, নির্মলেন্দু গুণ, মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ সামাদ-আমি স্বপ্ন দেখলেই তুমি, কেন তোমাকে নেবোনা, তবে কি পূর্বজন্মে রাধা ছিলো, তোমার অরুনা, শান্তিনিকেতনে ও ধর্ম, ভূঁইয়া সফিকুল ইসলাম-এসা বীনাপানি, দুঃসহ ও কালবেলা, শফিক আলম মেহেদী-, আলম তালুকদার, রবীন্দ্র গোপ-কাঁদো বাঙ্গালি কাঁদো ও পুরনো পোশাকের জীবন যাপন, রোকেয়া খাতুন রুবী-কবিতার স্কেচ ও যে নদী নদীর মত ও শাহজাদী আনজুমান আরা-অন্যরকম কথা ও দূরত্ব। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আবৃত্তি শিল্পী শাহাদাৎ হোসেন নিপু।