দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৩০ জুলাই ২০১৫: ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ২৭৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এত প্রধান অতিথি হিসেবে বক্তব দেন, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাক হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুরুল আলম প্রধান । উল্লেখ্য, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিএসসি পরীক্ষায় ৫৩ জন বৃত্তিপ্রাপ্ত, জেএসসি পরীক্ষায় ৬৮ জন বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় ১৫৩ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।