দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুলাই: বিদ্যুৎসহ বাংলাদেশের বিভিন্ন খাতে কুয়েত ও চেক প্রজাতন্ত্রকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল-দাফিরি ও চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত মিলোস্ল্যাভ স্টেসেক।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথক পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে সাক্ষাত করেন কুয়েতের রাষ্ট্রদূত।বাংলাদেশের উন্নয়নে কুয়েতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতি, শিক্ষা, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার জন্য চেক প্রজাতন্ত্রের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।বন্ধুপ্রতিম দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আরো যোগাযোগের ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা।চেক রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।ভাষা শিক্ষার ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ভাষা শিক্ষক বিনিময়ের বিষয়ও আলোচনা আসে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশে আরো বিনিয়োগ করতে কুয়েতি বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান। এক্ষেত্রে বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূতের মাধ্যমে কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।কুয়েতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।রাষ্ট্রদূত প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার কথা তুলে ধরেন।
কুয়েত চট্টগ্রামের আন্দরকিল্লায় মসজিদের উন্নয়নে প্রথম দফায় ১০ লাখ ডলার দেবে বলেও জানান রাষ্ট্রদূত।পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত।বৈঠকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের কনসাল জেনারেল এএসএম মহিউদ্দিন মোনেম উপস্থিত ছিলেন।