cyclone_doinikbarta

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুলাই ২০১৫: উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তত্‍সংলগড়ব বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় “KOMEN”( WITH ECP 986 HPA) সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে৷ এটি আজ বিকাল ০৩টায় (৩০ জুলাই, ২০১৫ ইং তারিখ) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে, কঙ্বাজার সমুদ্রবন্দর থেকে ৮৫ কিঃ মিঃ উত্তরপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ২০৫ কিঃ মিঃ পূর্ব-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২০ কিঃ মিঃ দক্ষিণপূর্বে অবস্থান করছিল (২২.০ক্ক উত্তর অক্ষাংশ এবং ৯১.৪ক্ক পূর্ব দ্রাঘিমাংশ)৷ এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ (৩০ জুলাই, ২০১৫ ইং তারিখ) সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম উপকূল অতি্#৯৫৬;ম করতে পারে৷ উপকুল অতি্#৯৫৬;ম করার পর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ্#৯৫৬;মান্বয়ে দূর্বল হয়ে যেতে পারে৷ ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যনত্ম বৃদ্ধি পাচ্ছে৷ ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিৰুব্ধ রয়েছে৷ চট্টগ্রাম ও কঙ্বাজার সমুদ্র বন্দর সমূহকে ০৭ (সাত) নম্বর পুনঃ ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷ উপকূলীয় জেলা কঙ্বাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৭ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ০৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে৷ মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০৫ (পাঁচ) নম্বর পুনঃ ০৫ (পাঁচ) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷ উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতৰীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৫ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ০৫ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কঙ্বাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিমড়বাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে পস্নাবিত হতে পারে৷ উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে পরবতর্ী নির্দেশ না দেয়া পর্যনত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে৷