doinikbartaদৈনিকবার্তা-আগৈলঝাড়া (বরিশাল), ৩০ জুলাই ২০১৫: উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নিবাচিত হয়েছেন বনিতা বসু ও রীনা মধু৷ জানাগেছে ৫ ইউনিয়ানের নিবাচিত মহিলা সদস্যদের নির্বচনে বাকাল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য বনিতা বসু এখন বাকাল ও রাজিহার ইউনিয়ন এবং বাগধা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য রীনা মধু সংরৰিত আসনে নির্বাচিত হয়ে বাগধা, রত্নপুর ও গৈলা ইউনিয়নের দ্বায়ীত্ব পালন করবেন৷ এক প্রতিক্রিয়ায় এই দুই নারী নেত্রী তাদের কাজে সকলে সার্বিক সহায়তা কামনা করেন৷