দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুলাই: মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেছেন রায়ে তারা হতাশাগ্রস্ত, দু:খিত ও মর্মাহত। রায়ের বিরুদ্ধে রিভিউ করা হলে এ রায় টিকবে না-বলে তিনি আশা প্রকাশ করেন।জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন, আমার বিশ্বাস যার ওপর ভিত্তি করে রায় হয়েছে আমি আশা করি রিভিউ করা হলে এ রায় টিকবে না। রিভিউ হলে হয়তো সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারকরা হয়তো তাদের বিবেচনায় রায় পাল্টাতেও পারেন।
জমির উদ্দিন সরকার বলেন, সালাহ উদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন ছাড়াও একজন সোচ্চার কন্ঠের কার্যকর বিরোধী দলীয় নেতা ছিলেন।রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, দলের পক্ষ থেকে আমরা দু:খিত। সালাহ উদ্দিন কাদের চৌধুরী সবসময় সত্য বলেছেন। সংসদীয় গণতন্ত্রে কার্যকর বিরোধী দলের ভূমিকা দরকার এবং সেটি তিনি অনুভব করে সেভাবেই কাজ করতেন।খবর বিবিসি বাংলা।