1438164879

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ২৯ জুলাই ২০১৫: চাঁপাইনবাবগঞ্জ শহরে পৃথক দুটি হৃদয় বিদারক অপমৃত্যুর খবর পাওয়া গেছে। আত্মহত্যা করে প্রান দিয়েছেন ধর্নাঢ্য এক ব্যবসায়ী এবং নবাবগঞ্জ সরকারী কলেজের প্রথম বর্ষের এক মেধাবী শিক্ষর্থী। পরিবার,এলাকাবাসী ও সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে, শহরের ভবানীপুর নামোশংকরবাটী এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী আতাউর রহমান (৫৫) ব্যবসায় প্রায় সর্বস্ব হারানোর পর প্রায় দেওলিয়া হয়ে পড়েন এবং ইদানিং হতাশায় ভুগছিলেন।এ অবস্থায় মঙ্গলবার তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে উপপরিদর্শক খাইরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাত ৯টার পর তার মরদেহ উদ্ধার করে গভীর রাতে সদর হাসপতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ব্যাপারে বুধবার সদর মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে একই দিন শহরের বাতেন খাঁ মোড়ের ব্যবসায়ী গোলাম নবীর প্রথম বর্ষে পড়–য়া কিশোর ছেলে শান্ত (১৭) নিজ শোবার ঘরে আত্মহত্যা করে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘটনাটি টের পায়। খবর পেয়ে উপপরিদর্শক জাহঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ তার মরদেহ উদ্বার করে। শহরের হরিমোহন সরকারী উচ্চবিদ্যালয় থেকে সদ্য এস.এস.সি পাস করা মেধাবী ও সম্ভারনাময় শিক্ষার্থী শান্ত’র এমন অকাল মৃত্যুতে শহরে নেমে আসে শোকের ছায়া। বুধবার দুপুরে তার দাফন সম্পন্ন হয়। এলাকাবাসী সুত্র জানায়, প্রেম সংক্রান্ত বিষয়ে সে এমন পথ বেছে নিতে পারে।