BSMRSTU

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২৯ জুলাই ২০১৫: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “সমাজ ও প্রগতি” নামে একটি বাৎসরিক গবেষণা পত্রিকার মোড়ক উন্মচোণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) এ পত্রিকাটি প্রকাশ করে।বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে এ পত্রিকাটির মোড়ক উন্মচোণ করেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এর পরিচালক এবং সমাজ ও প্রগতি পত্রিকার সম্পাদক প্রফেসর শহিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে একই বিভাগের প্রভাষক সানজিদা পারভীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রফেসর শহিদুল ইসলাম বলেন, আমি ভেবেছিলাম দেশে গবেষণার ধারা অনেক কমে গেছে। কিন্তু পত্রিকা প্রকাশ করতে এসে দেখলাম আমার এ ধারনা ভুল। অনেকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন।ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, বর্তমান যুগ বায়ো-টেকনোলজির যুগ। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, তা মানুষই করেছে। আর এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের জন্যে। প্রকাশিত পত্রিকাটিকে একটি উচ্চ মানের বলে উল্লেখ করেন।