Gournadi-Photo-29-07-15

দৈনিকবার্তা-কালকিনি (মাদারীপুর), ২৯ জুলাই ২০১৫: ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সাংবাদিকদের ভোটের মাধ্যমে কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে মিজানুর রহমান, সাধারন সম্পাদক পদে মো. ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকেরা। ১৩ সদস্য বিশিষ্ট কালকিনি উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন-সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ বাহাউদ্দিন সাহিদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার শামীম হোসাইন, অর্থ-সম্পাদক কায়কোবাদ শামীম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন ফকির লিটন, প্রচার সম্পাদক হারুন-অর রশিদ, কার্যকরী সদস্য জি.এম দেলোয়ার হোসেন, কাজী কামরুজ্জামান, আনোয়ার হোসেন মাষ্টার, দেলোয়ার হোসেন বাবলু ও মাসুদ আহম্মেদ কাইয়ুম।