দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুলাই ২০১৫: ২৯/০৭/২০১৫ তারিখ ১১.০০ টায় রাজধানীর রমনা থানার মীরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম উদ্ধারসহ ০২ অপহরণকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। উদ্ধারকৃত ভিকটিমের নাম তারেক। গ্রেফতারকৃতরা হলো ১। মাসুদ রানা ও ২। ফিরোজ।
ভিকটিমের বাবা জীবন মিয়া গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগকে জানায় যে, তার ছেলেকে কে বা কারা অপহরণ করেছে এবং ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে। ইতোমধ্যে ভিকটিমের মামাতো ভাই মাসুদ রানা ভিকটিমের বাবা জীবন মিয়াকে ফোন করে জানায় যে, তার কাছে টাকা দিলে তারেককে ছেড়ে দেয়া হবে। ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ২ অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম তারেককে উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানায়, তাদের সাথে সহযোগী হিসেবে আলামিন, সেলিম, হাতকাটা রাব্বি, ক্যানন, মিশু ও কামরুল ইসলাম কাবুল উপস্থিত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ সংক্রান্তে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ডিবি-ডিসি (দক্ষিণ) মোঃ মাশরুকুর রহমান খালেদ এর নির্দেশনায় এডিসি মোঃ রাজীব আল মাসুদ এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন সাগর এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।