দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুলাই: অপরাধী যত বড়ই হোক কেউ আইনের ঊর্ধ্বে নন-সাকা চৌধুরীর রায়ে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। সাকা চৌধুরীর রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বড় মাপের অপরাধী ছিলেন। তার রায় নিয়ে জনমনে ভয়ভীতি কাজ করলেও আজ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, অপরাধী যত বড়ই হোন, তিনি আইনের ঊর্ধ্বে নন। তাঁর মৃত্যু দণ্ড বহাল রেখেছে। এটিই ছিল আমাদের প্রত্যাশিত রায়।
আইনমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ে আমি সন্তোষ প্রকাশ করছি। এটা ছিল জনগণের প্রত্যাশিত রায়।আইনমন্ত্রী বলেন, রায়ের পূর্ণাঙ্গ আদেশের পর দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।সকালে মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে সাকা চৌধুরীর আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসির আদেশ আপিল বিভাগ বহাল রাখায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে।আর একাত্তরে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের লোকজনও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। রিভিউয়েও সাকা চৌধুরীর মুক্ত হওয়া সম্ভব নয়।সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সালাউদ্দিন কাদের চৌধরীর ফাঁসির রায় বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন আসামি পক্ষ।এ রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আপিলে ফাঁসি বহাল থাকায় রিভিউয়ের জন্য ১৫ দিন সময় পাবেন সালাউদ্দিন কাদের চৌধুরী। রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর থেকে এই সময় পাবেন। তার পর শুনানি হবে।রিভিউ আবেদনে মুক্তি সম্ভব নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে এ পর্যন্ত কোনো রকম ব্যত্যয় ঘটেনি; তাই, রিভিউ করে এই রায় থেকে মুক্ত হওয়া সম্ভব নয়।সরকারের পরবর্তী পদক্ষেপ বিষয়ে আনিসুল হক বলেন, শুনানির পর আমরা যথাযথ ব্যবস্থা নেবো।