দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জুলাই: কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পূবালী ব্যাংক লিমিটেডে ৩৭ জন সিনিয়র প্রিন্সিপাল অফিসারকে সহকারী মহা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে নতুন পদোন্নতি প্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপকদের হাতে পদোন্নতিপত্র তুলে দেওয়া হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী।পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রমই মানুষকে প্রতিভাবান করে তোলে। কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতি প্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপকরা ব্যাংকের অগ্রযাত্রাকে আরও বেগবান করে ব্যাংককে সমৃদ্ধ করবেন এটাই প্রত্যাশা।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করে তোলার আহ্বান জানান আব্দুল হালিম।পদোন্নতিপত্র প্রদান অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ আজিজ আহমেদ-সহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।