27-07-15-Book Launching_Sajeeb Wazed Joy Birth Day-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুলাই, ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তাঁর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় এর আজ ৪৪তম জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড. ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয় নিজেও একজন আন্তর্জাতিক স্বীকৃত আইটি বিশেষজ্ঞ।

জনাব সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘সজীব ওয়াজেদ জয় : সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ শীর্ষক গ্রন্থটি। গ্রন্থটির প্রকাশক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, সম্পাদক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সম্পাদনায় ও জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে বইটির সম্পাদনাম-লীতে ছিলেন সাদিকুর রহমান পরাগ এবং শাহ্রিয়ার খান বর্ণ।

২৭ জুলাই ২০১৫, গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, নাঈম রাজ্জাক এমপি।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ফোকাস বাংলা নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ও জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবীর জয় ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সাদিকুর রহমান চৌধুরী পরাগ, শাহ্রিয়ার খান বর্ণ, সাংবাদিক শাহেদ চৌধুরী, সাংবাদিক রাহুল রাহা ।

চার রঙে ছাপা ২০০ পৃষ্ঠার সচিত্র গ্রন্থটিতে সজীব ওয়াজেদ জয়ের সংক্ষিপ্ত আকারে শিক্ষা ও কর্ম অভিজ্ঞতা, পারিবারিক প্রেক্ষাপট এসব তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান, তথ্য প্রযুক্তি খাতে দেশ কতদূর এগিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান কেমন, ভবিষ্যতের সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন সমস্যা দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং তথ্যপ্রযুক্তি খাত, তরুণ প্রজন্মের ভূমিকা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল প্রতিনিধি সজীব ওয়াজেদ জয় যেসব বক্তব্য দিয়েছেন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সেসব বক্তব্যের নির্বাচিত কিছু অংশ এবং তথ্যপ্রযুক্তি খাতের অর্জন নিয়ে একগুচ্ছ আলোকচিত্র সংযোজিত করা হয়েছে।