image_116054
দৈনিকবার্তা-বাগেরহাট, ২৭ জুলাই, ২০১৫: বাগেরহাটে ছাত্রলীগ কর্মী আরিফ হাসান রাজু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ মো: মিজানুর রহমান খান এই রায় প্রদান করেন। এই সাথে আদালত দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার সকল আসামী আদালতে উপস্থিত ছিল।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে :সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আব্দুর ছত্তারের চার ছেলে আব্দুর রাজ্জাক (২৩), শেখ নূর হোসেন (২১), শেখ নজরুল (২০), শওকত শেখ (৩২), একই গ্রামের দবির উদ্দিনের ছেলে আব্দুর ছত্তার (৫৮) ও নুরু শেখ (৪০), আব্দুল গনি শেখের ছেলে ফারুক শেখ (৩৩), আব্দুর রহমানরে ছেলে হোসেন শেখ (২১), চাপাতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিয়ারুল শেখ (২৪), কামরুল শেখ (২৫), আব্দুল মান্নানের ছেলে সুলতান (২২) ও মৃত দবির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৫০)।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী ও বাগেরহাট জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মোহাম্মদ আলী বলেন, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে আরিফ হাসান রাজুকে প্রতিপক্ষরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা শেখ নুর ইসলাম বাদী হয়ে ওইদিনই বাগেরহাট (সদর) মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞত আরো ৪/৫ কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ২০০৭ সালে ২১ জানুয়ারি ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ে আদালত এই রায় দেয়।