1437998550

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুলাই ২০১৫: আত্মঘাতী জঙ্গি হানায় রক্তাক্ত হলো পাঞ্জাবের গুরুদাসপুর। সোমবার ভোরে থানাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। বেপরোয়া হামলায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে এসপিসহ পুলিশকর্মীরা রয়েছেন। পাঞ্জাব হামলা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রয়েছেন মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীরা। রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এল সি গোয়েল।এখনও সেখানে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে।স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই ঘটনার পর তিনি পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।