1437994326

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুলাই ২০১৫: আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রদত্ত জরিমানার আদেশ বাতিল চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আবেদনের উপর সোমবার আপিল বিভাগে শুনানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চে সোমবার আপিল শুনানি হয়। আদালতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র এডভোকেট আব্দুর রেজাক খান ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় ট্রাইব্যুনাল গত ১০ জুন এক রায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত কক্ষে আসামির কাঠগড়ায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার আদেশ দেয়া হয়। একইসঙ্গে ট্রাইব্যুনাল তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদন্ড দেয়। আর্থিক জরিমানার রায়ের বিরুদ্ধে গত ১৬ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন তিনি।এ আবেদনে ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করে চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে প্রেরণ করেন। এ আবেদনের উপর আজ আপিল বিভাগে শুনানি অনুষ্টিত হয়।