1437986389
দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুলাই, ২০১৫: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটি। আজ সোমবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির নেতাদের সাথে নিয়ে নতুন কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিদায়ী কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে রোববার কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফুর রহমান সোহাগ ও জাকির হোসাইন। এ দুই ছাত্রনেতা আগামী দুই বছরের জন্য ছাত্রলীগের নেতৃত্বে থাকবেন।