gournadi photo 27-07-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৭ জুলাই ২০১৫: জেলার গৌরনদী উপজেলার সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী স্বর্গীয় মানিক লাল সাহার ৭৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে গৌরনদী শিশু একাডেমী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। গৌরনদী শিশু একাডেমীর অধ্যক্ষ বাবুল সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অরুনা সাহা, সহকারী শিক্ষা অফিসার নাদিরা পারভিন, জাতীয় মানবাধিকার ইউনিটির সভাপতি তাজবিরুল মহসিন বাবুল, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, বিশিষ্ট সংগীত শিল্পী গোবিন্দ লাল সাহা, গণেশ চন্দ্র দাস, পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন, গৌরনদী বন্ধুসভার সভাপতি বেলাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান ও পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রাজা রাম সাহা। বক্তব্য রাখেন প্রতিযোগীতার বিচারক গোবিন্দ লাল সাহা, জহিরুল হক স্বপন প্রমূখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।