দৈনিকবার্তা-বরিশাল, ২৬ জুলাই: বরিশাল সিটি কর্পোরেশন ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।রোববার দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। একইসাথে বিগত অর্থবছরের ১৪৭ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯৬ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার, প্যানেল মেয়র একেএম শহিদুল্লাহ, মোশারেফ হোসেন বাদশা, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আফতাব মাহমুদ সিকদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমানসহ বিভিন্ন কাউন্সিলর, কর্মকর্তা, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা।
বাজেটে নগরীর নিয়মিত উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি নিজস্ব অর্থায়নে চলতি বছরই জনগনের দোড়গোড়ায় ডিজিটাল সেবা, বৃদ্ধাশ্রম নির্মান, প্রতিবন্ধী ফাউন্ডেশন নির্মাণ, পথশিশুদের আশ্রয় কেন্দ্র এবং হিজড়াদের পুর্নবাসন কেন্দ্র নির্মাণ হবে বলে জানানো হয়।এছাড়া প্রস্তাবিত বাজেটে ৯টি নতুন উন্নয়ন প্রকল্প দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন বাসর্টামিনাল নির্মাণ, বরিশালের খাল পাড় সংরক্ষণ ও খনন, নগরীতে কবর¯’ান, শ্মশান ও খ্রিস্টানদের সমাধি নির্মাণ।আর চলমান উন্নয়নের মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্য বর্ধন এবং বঙ্গবন্ধু অডিটরিয়াম নির্মান প্রভৃতি।