barura

দৈনিকবার্তা-বগুড়া, ২৬ জুলাই: বগুড়ায় র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক হাজার ২২০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় একটি মোবাইল ফোন ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের স্কোয়াডন কমান্ডার আরেফা খাতুন জানান, রবিবার ভোরে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে এক হাজার ভারতীয় ফেনসিডিলের বোতলসহ মো. সোহাগ (৩০) নামে একজনকে আটক করে র‌্যাব-১২। এ সময় একটি মোবাইল ফোন ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করে র‌্যাব। আটক সোহাগ শিবগঞ্জ উপজেলার পীরব এলাকার আবু সায়েদের ছেলে।

এদিকে শাজাহানপুরে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ভারতীয় আরও ২২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাজাহানপুর থানার এসআই তাজমিলুর রহমান জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিএমএসএস ফিলিং স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৬-৯৮৯২) অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের ক্যাবিনে তল্লাশী চালিয়ে চালকের আসনের পেছন থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বড়িয়া গ্রামের মোজাম্মেল হোসেন মোল্লার ছেলে ও ট্রাক চালক গোলাম মোস্তফা মোল্লা (৪২) এবং একই গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মোজাফফর হোসেন মন্ডলকে (২৬) আটক করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।