দৈনিকবার্তা-লালমনিরহাট, ২৬ জুলাই: বাংলাদেশের অভ্যন্তণে থাকা ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের মধ্যে যারা ভারতীয় নাগরিকত্ব চেয়ে নিবন্ধন করেছেন তাদের কোনো আপত্তি আছে কিনা জানতে জেলা প্রশাসক দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছে। এ বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। জনগণনায় যারা বাদ পড়েছেন তারা আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হবে।
গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলগুলোতে যৌথ জরিপ অনুষ্ঠিত হয়েছে। এসময় যারা ভারতীয় নাগরিকত্ব চেয়ে সে দেশে যেতে নিবন্ধন করেছেন তাদের কোনো আপত্তি থাকলে নিজ নিজ জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে আগামী ৩১ জুলাই বিকেল পাঁচটার মধ্যে লিখিতভাবে এ আবেদন করতে নির্দেশ দেয়া হয়েছে।
এরপরে আর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে বলা হয়েছে। রোববার বিকেলে হাতীবান্ধার ই্উএনও মাহবুবুর রহমান ও যৌথজরিপে অংশ নেয়া বাংলাদেশি জরিপকারী ও সুপারভাইজার লালমনিরহাটের হাতীবান্ধার অভ্যন্তরে থাকা ১৩৫ ও ১৩৬ নম্বর গোতামারী ছিটমহলে গিয়ে ভারতীয় নাগরিকত্ব চাওয়া বাসিন্দাদের মধ্যে ওই নোটিশ বিতরণ করেন। এসময় ভারতের নাগরিকত্বের জন্য নিবন্ধন করেও যারা শেষ অবধি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এমন বাসিন্দাদের স্বাক্ষর নির্ধারিত ফরতে গ্রহণ করেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান বাংলামেইলকে জানান, ২০১১ সালে অনুষ্ঠিত যৌথ জনগণনায় বাদ পড়া ভারতীয় ছিটমহলের বাসিন্দারা ১ আগস্ট থেকে বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হবেন।