25-07-15-PM_BCL Convention-10

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুলাই ২০১৫: জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের ইতিহাস আমাদের মাতৃভূমির ইতিহাস। আমার বিশ্বাস ছাত্রলীগ আরো এগিয়ে যাবে। ছাত্রলীগ আরো সফল হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে ছাত্রলীগ আরো শক্তিশালী করবে।শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পৃথিবীর ইতিহাসে কোনো ছাত্রসংগঠন আছে যা ছাত্রলীগের সঙ্গে তুলনীয়? এমন প্রশ্ন রেখে সৈয়দ আশরাফ বলেন, নেই বললেও চলে।পৃথিবীর কোনো ছাত্র সংগঠনের সঙ্গে ছাত্রলীগের তুলনা হয় না। গোটা পৃথিবীতে ছাত্রলীগের মতো সংগঠন নেই।তিনি বলেন, আমি আশা করি, ছাত্রলীগ আরও এগিয়ে যাবে। ছাত্রলীগ মুক্তিযোদ্ধাদের সংগঠন। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছাত্রলীগ। ছাত্রলীগের সাবেক নেতারা মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির প্রয়োজন আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের সময় যেমন ভূমিকা রেখেছে তেমনি আগামীর বাংলাদেশ গড়তেও সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।এ জন্য বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানান তোফায়েল আহমেদ।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই দেশের চেঞ্জমেকার হবে।এ জন্য ছাত্রলীগকে তাদের আচরণে পরিবর্তন আনার আহবান জানান ওবায়দুল কাদের।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাংগঠনিকপ্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বেলা ১১টার দিকে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। সম্মেলনে ইতিমধ্যে শোকপ্রস্তাব ও সাংগঠনিক প্রতিবেদন পেশ করা হয়। কাউন্সিল অধিবেশন হবে রোববার। সেখানেই নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।