DoinikBarta_দৈনিকবার্তা_news_img

দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ২৫ জুলাই ২০১৫: রায়পুরে ইয়াসিন আরাফাত (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার রাখালিয়া গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে। ইয়াছিন রাখালিয়া গ্রামের হাবিব উল্যার ছেলে ও পেশায় বিদ্যুৎ মিস্ত্রি। মৃত্যুর বিষয়টি সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ খালেদ নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে ইয়াসিন ঘরে থাকা কীটনাশক পান করে অচেতন হয়ে পড়েন।

এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ খালেদ তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার পুলিশ ইয়াসিনের সুরতহাল করে লাশ মর্গে পাঠিয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ জানাননি। এ ছাড়া কোনো অপমৃত্যুর মামলাও করা হয়নি।