দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৫ জুলাই: পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান সরকার মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তিনি শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় সভাপতি হিসেবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহি। এছাড়াও বক্তব্য দেন, বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবির, পরিবার পরিকল্পনার নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
রমেশ সেন বলেন, বাংলাদেশ নিু আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। যা বিগত সরকারের আমরে সম্ভব হয়নি। বর্তমান বাংলাদেশ চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের সেবা সাধারণ মানুষদের দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু স্বাস্থ্যসেবা নয় রাস্তাঘাট, বিদ্যুৎ, খাদ্য সহ মানুষের নিরাপত্তায় কাজ করেই চলেছে। তিনি আরো বলেন, আগে মানুষকে একমুঠো চালের জন্য মানুষের দাড়ে দাড়ে ঘুরতে হতো। কিন্তু বর্তমানে চালের কোন অভাব নেই। কৃষকদের প্রচেষ্টায় প্রচুর পরিমাণ ধান আবাদ হচ্ছে এবং বাংলাদেশের চাহিদা পুরণ করা দেশে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছে।