mritu-death2-300x200

দৈনিকবার্তা-বগুড়া, ২৫ জুলাই ২০১৫: বগুড়ার দুপচাঁচিয়ায় মুরগীর খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শনিবার ভোরে এক কিশোর শ্রমিক মারা গেছে। নিহত কিশোর রানা সরদার (১৩) উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা গ্রামের মফছের আলী সরদারের ছেলে। এর আগে গত ১৯ জুন একই ঘটনায় আরেক যুবক মারা যান। তবে ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

স্থানীয়রা জানান, উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পূর্বপাড়া এলাকায় বেলাল হোসেন ও আমজাদ হোসেনের পাশাপাশি দুইটি মুরগীর খামার রয়েছে। রানা সরদার আমজাদ হোসেনের খামারে শ্রমিক হিসাবে কাজ করত। মাঝে মধ্যে রানা রাস্তার পাশের ডোবায় ক্যারেন্টের জাল ফেলে মাছ ধরত। ঘটনার দিন ভোরে রানা ডোবায় মাছ ধরে নিজের খামারে আসার সময় বেলাল হোসেনের মুরগী খামারের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর থেকে বেলাল হোসেন গা ঢাকা দিয়েছেন।

খামার ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, মুরগীর খামারে শিয়ালের আক্রমন থেকে রক্ষার জন্য বেলাল হোসেন রাতে খামারের চারপাশে বিদ্যুতের তার দিলেও সেখানে কোনো সাবধানতার চিহ্ন ছিল না। রানা ওই তারে জড়িয়ে মারা গেছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের বাবাকে থানায় আনা হয়েছে। তদন্ত করে ওই খামার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হবে।