দৈনিকবার্তা-ঠাকুরগাঁও , ২৫ জুলাই ২০১৫: ঠাকুরগাঁও ৩০ বিজিবির জোয়ানরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ দিনে ১৩০ বোতল ফেন্সিডিল ও ২৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বিজিবি জোয়ানরা একজন মাদক ব্যবসায়ীতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।২৩ জুলাই সন্ধ্যা রাত ১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের মলানী বিওপির টহল দল সীমান্ত পিলার ৩৭১ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী নামক স্থানে মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮৯ বোতল ফেন্সিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৩৫,৬০০/- টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী দুলাল মিয়া (২২), দুলু (৩২) নামে হরিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ফেন্সিডিল আলামত হিসেবে থানায় জমা করা হয়েছে।
একই দিনে রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে লাহেড়ী বিশেষ ক্যাম্পের টহল দল বালিয়াডাঙ্গী উপজেলার বেলহা নামক স্থানে মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৩৪,৫০০/- টাকা।অপরদিকে ২২ জুলাই আনুমানিক বিকেল ৩ টায় হরিপুর উপজেলার বেতনা বিওপির টহল দল সীমান্ত পিলার ৩৬৩ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সিংহারী নামক স্থান হতে মাদক ব্যবসায়ী মো. আজাদ মিয়া (৪৫)কে ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের সর্বমোট আনুমানিক মূল্য ১৬,৪০০/- টাকা। আটককৃত আজাদকে হরিপুর থানায় সৌপর্দ করা হয়েছে। আটককৃত আজাদ হরিপুর উপজেলার সিংহারী গ্রামের মৃত মাহামুদ মিয়ার পুত্র।