Jhenidah Red cricent Photo 25-07-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৫ জুলাই ২০১৫: দালালের খপ্পড়ে পরে অবৈধ ভাবে পানিপথে মালয়েশিয়া যাওয়া কিশোর লিটন হোসেন (১৪) ৩ মাস পর রেড ক্রিসেন্টর এর মাধ্যমে বাড়ী ফিরল। শনিবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহ রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে পরিবারের হাতে তাকে তুলে দেয়। কিশোর লিটন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের জলীলপুর গ্রামের বিশারত আলীর ছেলে।

ঝিনাইদহ রেড ক্রিসেন্টের সেক্রেটারী জে এম রশিদুল আলম রশিদ কিশোর লিটনের ভাই সোহেল রানা কাছে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ যুব রেড ক্রিসেন্টর এর মাজেদ আল হাসান, রাজু আহম্মেদ ও বাবুল আহম্মেদ। উল্লেখ্য পানিপথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়া ৩ দফায় ফেরত আসা ১৫৫ জন বাংলাদেশীর মধ্যে ৯ কিশোর রয়েছে। এর মধ্যে ঝিনাইদহের ১ জন। যা কক্সবাজার ৪ উখিয়া আমলী আদালত রেড ক্রিসেন্টের মাধ্যমে কিশোরদের বাড়ীতে পৌছিয়ে দেওয়ার নির্দেশ দেয়।