দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৫ জুলাই ২০১৫: ঝিনাইদহে জৈব ফসল উৎপাদনের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উন্নয়ন ধারা নামের একটি বেসরকারী সংস্থা এ কর্মশালার আয়োজন করে। সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী, ভাটই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান উল্যা। কর্মশালায় ৪৫ জন কৃষক-কৃষানী ছাড়াও মসজিদের ইমাম, ডাক্তার, সাংবাদিক অংশগ্রহণ করেন।