দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৫ জুলাই ২০১৫: ঝিনাইদহে ১৮ পিচ ইয়াবাসহ শিপন (২০) ও রিপন মুন্সী (২৮) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে শহরের ঝিনুকমালা আবাসিক প্রকল্প থেকে তাদের আটক করা হয়। শিপন ঝিনুকমালা আবাসিক প্রকল্পের খলিল উদ্দিনের ছেলে ও রিপন মুন্সী একই আবাসনের কাশেম মুন্সীর ছেলে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আবাসন এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনাবেচা করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আশরাফ উদ্দিন এর নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে র্যাব জানিয়েছে।