দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২৫ জুলাই: গোপালগঞ্জের ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমূখি সংঘর্ষে মহিলাসহ ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১১ টার দিকে মহসড়কের কশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনার পরপরই পুলিশ স্থানিয়দের সহায়তায় হতা-হতদের উদ্ধার করে কাশিয়ানী ও গোপালগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।
নিহতরা হলেন, ফরিদপুর জেলার সদরপুর থানার মাইক্রো ড্রাইভার হানিফ (২৮), নড়াইল জেলার নড়াগাতী থানার মাওলী গ্রামের ফুল মিয়ার ছেলে বাবু শেখ (৪৫), কালিয়া থানার নওয়া গ্রামের আসাদুজ্জামান শেখের মেয়ে তানিয়া (৩০), লোহাগড়া থানার মহিষকাটা গ্রামের মিরাজ মিয়ার স্ত্রী মেহেদী বেগম (৪০), একই থানার কুমড়ি গ্রামের মৃত এমদাদুর রহমানের ছেলে মিজানুর রহমান (৫০), যশোর জেলার বনগাতী গ্রামের বাবুলের মেয়ে বৃষ্টি (১৩) ও একই জেলার আব্দুর রহমানের নাছির মিয়া (১৯)। নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
স্থানীয়রা ও আহতরা জানায়, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী আশিক-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস (যশোর জ ০৪-০০৪৫) উপজেলার ব্র্যাক অফিসের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্ঠা করে।এসময় বাসটি ভাটিয়াপাড়া মোড়ে পৌছালে কালনা ফেরী ঘাট থেকে মাওয়াঘাটগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১১-০৬৫০) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় ও বাসটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের একজন ও হাসপাতালে নেওয়ার পর ৩ নারীসহ আরো ৬ জনের মৃত্যু হয়। এদের বাড়ী নড়াইল, ফরিদপুর ও যশোর জেলায়। এছাড়া বাসের কয়েকজন যাত্রী সামন্য আহত হয়। আহতদের প্রথমে ৮জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত রীতা (৩০), মোঃ পলাশ (২৫), জামাল (৪০), জনি (২৭), জুয়েল (৩০), বিপ্লবকে (৪০) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও মারাত্মক আহত রোজি (৩৭) ও আব্দুল আজিজকে (২৭) গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এসময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান ও পুলিশ সুপার এমএম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের হাসপাতালে আনার পর নারীসহ ৬ জন মারা যান। নিহতদের অধিকাংশ মাথায় আঘাতের কারণে মারা গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয় এবং পাশাপাশি মহাসড়কের ওই স্থানে পরিস্কার করে যানবাহন চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়। নিহতদের ময়নাতদন্ত ও হাস্তান্তরের প্রক্রিয়া চলছে।