Gazipur-(5)- 25 July 2015-District Develop Meeting

দৈনিকবার্তা-গাজীপুর, ২৫ জুলাই ২০১৫: গাজীপুরে শনিবার বিকেলে বিশেষ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, গাজীপুরের সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবী জানান।