দৈনিকবার্তা-নরসিংদী, ২৫ জুলাই ২০১৫: কোনো ব্যক্তিকে একাধিকবার ভোটার না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। ভোটার তালিকায় দুবার নাম থাকলে কিংবা কেউ একাধিককার ভোটার হওয়ার চেষ্টা করলে তাকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার দুপরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কার্যক্রম ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী লে, কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, ব্রি. জে. জাবেদ আলী, শাহ নেওয়াজ, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, জেলা পুলিশ সুপার আমেনা বেগম প্রমুখ।
একাধিকবার ভোটার হওয়া কিংবা ইচ্ছা পোষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে সিইসি আরো বলেন, কোনোমতেই ভূয়া ভোটর নিবন্ধন সম্ভব নয়, কারণ আমরা কয়েক ধাপে যাচাই বাছাই করে নিবন্ধন করে থাকি। যদি কেউ সে অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সঠিক তথ্য দেয়া ও নেয়া দুটাই গুরুত্বপূর্ণ। তাই কমিশন যেভাবে যাচাই করে, ভোটারদেরও উচিত সঠিক তথ্য দিয়ে কমিশনকে সহায়তা করা। আমরা ভোটার তালিকার মান আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাই। সরকারের এ উন্নয়নের প্রচেষ্টা সফলকরণের লক্ষে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র অনেকটা সহায়ক হবেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মহিলা ভোটারদের নিবন্ধনে উদ্বুদ্ধকরণের জন্য কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সিইসি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশও আমাদের মত স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারে নি। প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে, যা চালু হলে আরো দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে।এসময় জেলা, উপজেলার সকাল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সবাই উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বিলাসদী মহল্লায় তিনজন তরুণের নিবন্ধনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন। দেশে তৃতীয়বারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে শনিবার। বিষয়টি নিয়ে প্রত্যেক নাগরিকের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নির্ভুল জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করুন।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম একটি বিশাল কর্মযজ্ঞ। এক্ষেত্রে তথ্য প্রদানকারীকেই সতর্ক হতে হবে। যেন কোনো ভুল না হয়। তাই সঠিক তথ্য দিয়ে নির্ভুল জাতীয় পরিচয়পত্র নিন। একই সঙ্গে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরিতে সহায়তা করুন। দেশের সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষেই ১৮ বছরের কম বয়সীদের তথ্য নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আপাতত ১৫ থেকেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো কম বয়সীদের তথ্যও ধাপে ধাপে নেওয়া হবে।কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, যারা একবার ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের আর তালিকায় যুক্ত হওয়ার সুযোগ নেই। হালনাগাদের সময় মৃতদের বাদ দেওয়া হবে বলেও জানান তিনি।সিইসি বলেন, শিগগিরই নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এতে নাগরিকরা সহজেই রাষ্ট্রের সুযোগ-সুবিধা পাবেন।এ সময় নারীদের বেশি করে তালিকায় যুক্ত হওয়ার বিষয়ে সবাইকে আরও গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি। প্রয়োজনে প্রচারণার মাধ্যমে বেশি বেশি করে উদ্ভুদ্ধ করার জন্য বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে নিলজ্জভাবে জালভোট হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা ছবিসহ ভোটার তালিকা এ জালভোট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবার স্মার্ট কার্ড হয়ে গেলে নির্বাচনের পরে ইসির ওপর কালিলেপন বন্ধ হয়ে যাবে।তিনি বলেন, বর্তমান কমিশন একশভাগ নিরপেক্ষ। কেননা, প্রতিটি নির্বাচনে তারা মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে।সারাদেশে মোট তিন ধাপে এ কার্যক্রম চলবে। দ্বিতীয় ধাপ ৬ আগষ্ট এবং তৃতীয় ধাপে তথ্য সংগ্রহের কাজ ৭ সেপ্টেম্বর শুরু হবে। এবারের কার্যক্রমে মোট ৭২ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের কথা রয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে মোট ৮১ কোটি টাকা।বর্তমানে দেশে ৯ কোটি ৬২ লাখ ভোটার রয়েছেন। যাদের মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। অবশিষ্টদের এখনও দেওয়া হয়নি। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছিল। এরপর ২০১৩ ও ২০১৪ সালে দুইবার তা হালনাগাদ করা হয়।