দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুলাই: ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। বিভক্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সংশ্লিষ্টতা বাড়াতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।যুক্তরাষ্ট্র ন্যাশনাল গার্ড ফোর্সকে প্রশিক্ষণ দিতে ইউক্রেনে ইতোমধ্যে সীমিত আকারে সৈন্য মোতায়েন করেছে। তবে নতুন পরিকল্পনায় নিয়মিত সামরিক ইউনিটকে প্রশিক্ষণ দেয়ার কথা ভাবা হচ্ছে।আর এটা করা হলে ২০১৪ সাল থেকে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা দাঁড়াবে ২৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ইউক্রেন রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে।
তবে এক মুখপাত্র জানান, বিদ্রোহ কবলিত পূর্বাঞ্চলের রণাঙ্গন থেকে দূরে ইউক্রেনের পশ্চিমে দেশটির সৈন্যদের এই প্রশিক্ষণ দেয়া হবে এবং মার্কিন নীতিতে বড় ধরণের কোন পরিবর্তন হয়নি।মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের বলেন, ইউক্রেনের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে মার্কিন সৈন্যরা একটি ক্ষুদ্র প্রশিক্ষণ ইউনিট পরিচালনা করবে।তিনি বলেন, ইউক্রেন সরকারের আমন্ত্রণে দেশটির সঙ্গে চলমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই প্রশিক্ষণ দেয়া হবে।তিনি বলেন, আমি নতুন সরঞ্জামাদি বা নতুন অস্ত্রশস্ত্রের কোন ঘোষণা দিচ্ছি না। আমাদের মূল লক্ষ্য- অ-মারণাস্ত্র সাহায্য প্রদান এবং আমাদের নীতি পরিবর্তনের কোন পরিকল্পনা নেই।রাশিয়া সমর্থিত পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে ১৫ মাস ধরে যুদ্ধ করছে ইউক্রেন। যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।